Video footage of parts of Asansol under water due to heavy rain

Share this & earn $10
Published at : October 06, 2021

শহর না কি জলাশয়! আসানসোলের অবস্থা দেখে বিশ্বাস হচ্ছে না শহরবাসীরই। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় গাঙ্গেয় এলাকার জেলাগুলি আপাতত স্বস্তিতে রয়েছে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার ফলে আশঙ্কার মেঘ কাটেনি আসানসোলে। টানা দু’দিনের বৃষ্টিতে ইতিমধ্যেই সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেছে খনিশহর। তার জেরে এখন এমন পরিস্থিতি হলে, পরে কী হবে, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ধারকার্যের জন্য ইতিমধ্যেই সেনা নামানো হয়েছে শহরে।
#Asansol #Heavyrainfall #AnandabazarPatrika #Anandabazar #ABP #Waterlogging #Flood #WeatherNews Video footage of parts of Asansol under water due to heavy rain
#AnandabazarPatrika#Anandabazar#ABPNews